ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্দিদের ঈদ জামাত সকাল ৮টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
বন্দিদের ঈদ জামাত সকাল ৮টায়

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিরা যেনো ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য কারাগারের ভেতরেই জামাতের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ জুন) সকাল ৮টায় কারাগারের ভেতরে খোলা ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

বৈরী আবহাওয়া থাকলে ভেতরে কারা শেডের নিচে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির।

 

তিনি বলেন, ঈদ আনন্দ থেকে কেউ যেনো বঞ্চিত না হয় সেজন্য কারাবন্দিদের জন্য ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।  

প্রতিবার আমরা ঈদের জামাতের আয়োজন করে থাকি, এবারও করেছি। ঈদের দিন সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে।  

কারা মসজিদে ইমাম এই জামাতের ইমামতি করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এসজেএ/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ