ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সারাদেশে উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
সারাদেশে উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা বিভিন্ন জেলায় হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রা উদযাপন

ঢাকা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলানিউজের উপজেলা, ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে খাগড়াছড়ি শাপলা চত্তরে আয়োজিত ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমৃত লাল ত্রিপুরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহম্মেদ খান প্রমুখ।

নাটোর: নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির ও রাজবাড়ী মন্দির কমিটির উদ্যাগে বঙ্গজল এলাকার রাজবাড়ী চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের রাজবাড়ি চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আবুল হাসনাত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা প্রমুখ।

নীলফামারী: নীলফামারীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শিব মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে মিলন পল্লী সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট. অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পী প্রমুখ।

ভোলা: ভোলায় রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। সকালে এবং বিকালে শহরের মদন মোহন মন্দির, লক্ষী গোবিন্দ মন্দির, চরনোয়াবাদ কালিমাতার মন্দিরসহ বিভিন্ন মন্দির থেকে পৃথক পৃথক রথযাত্রার র‌্যালি বের হয়।

রথযাত্রা আনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, মদন মোহন মন্দিরের সভাপতি রাম কৃষ্ণ বনিক দুলাল, সম্পাদক বিপ্লব পাল কানাই, আরটিভি যুগান্তরের জেলা প্রতিনিধি আমিতাব রায় আপু, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জয় চন্দ্র্র দে, অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র দে সহ প্রমুখ।

নেত্রকোনা: নেত্রকোনায় রথযাত্রা উদযাপন করা হয়েছে। বিকেলে শহরের সাতপাই এলাকার জগন্নাথ বল্লভ মন্দির কমিটির আয়োজনে  রথযাত্রা বের হয়।

মন্দির কমিটির পরিচালক জয়রাম দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে রথযাত্রা উদ্বোধন করেন- জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জয়দেব চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সীতাংশু বিকাশ আচার্য প্রমুখ।

মাগুরা: মাগুরায় ২৫টি পূজামণ্ডপে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ড জানান, জেলা সদরের পৌরসভাসহ ১০টি, শ্রীপুর উপজেলা ছয়টি, শালিখায় ছয়টি ও মহম্মদপুরে তিনটিসহ জেলায় মোট ২৫টি মন্দিরে জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হবে রথযাত্রা।

রাজশাহী: রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে।

রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার সরকার বাংলানিউজকে জানান, প্রতি বছরের মত এবারও যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে রথ নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৭টায় নাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত হবে।

বরিশাল: বরিশালে বিকেল সাড়ে ৫টায় নগরের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ’র (ইসকন) আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে ইসকন মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।