ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
সাভারে প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

সাভার, ঢাকা: সাভারে ঈদুল ফিতরের প্রধান জামাত ভাগুলপুর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

রোববার (২৫ জুন) বিকেলে সরজমিন প্রদর্শনে এমনটাই জানান ঈদগাহ মাঠের কর্মকর্তারা।

এ ঈদগাহ মাঠে প্রায় কয়েক হাজার মুসল্লি এক সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারবেন।

ঈদগাহ প্রাঙ্গনে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ আদাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

ঈদের জামাতে বৈরী আবহাওয়া থাকার সম্ভবনায় থাকায় বৃষ্টি নিয়ন্ত্রেণের জন্য ঈদগাহ মাঠে ত্রিপালের ব্যবস্থা করা হয়েছে।

সাভারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ছাড়াও সাভার অধর চন্দ্র স্কুল মাঠ প্রাঙ্গণ ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কয়েক দফায় ঈদের নামাজ আদাই করতে পারবেন মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ