ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে প্রস্তুত ১৩৭৯ ঈদগাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
নাটোরে প্রস্তুত ১৩৭৯ ঈদগাহ নাটোরে এক হাজার ৩৭৯টি ঈদগাহ মাঠ প্রস্তুত

নাটোর: নাটোরে এক হাজার ৩৭৯টি ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ জুন) যথাযোগ্য মর্যাদায় ঈদ উৎসব উদযাপনের জন্য ঈদগাহ ময়দানগুলোকে ইতোমধ্যে মনোরম সাজে সাজানো হয়েছে।

জেলার সাতটি উপজেলায় স্থান ভেদে প্রথম জামায়াত সকাল ৭টা আর শেষ জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

কোনো কোনো ঈদগাহ মাঠে এক বা ততোধিক জামায়াত অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়া বিরাজ করলে ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী মো. রমজান আলী বাংলানিউজকে জানান, এবার জেলার সাতটি উপজেলায় এক হাজার ৩৭৯টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ৩৩৫টি, নলডাঙ্গায় ৮৬টি, বড়াইগ্রামে ১৮৮টি, গুরুদাসপুরে ৭৮টি, লালপুরে ২১৩টি, বাগাতিপাড়ায় ১০৪টি ও সিংড়ায় ৩৭৫টি।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বাংলানিউজকে জানান, মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সেজন্য ঈদগাহ মাঠের নিরাপত্তা এবং যাতায়াতের রাস্তাগুলো যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্নস্থানে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।