ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ দেশের আকাশে হাসছে শাওয়ালের চাঁদ। ছবি: কাশেম হারুন

ঢাকা: দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রমজানের সংযম-সাধনা শেষে সোমবার (২৬ জুন) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। 

রোববার (২৫ জুন) সন্ধ্যা ৭টার কিছু আগে প্রথমে চট্টগ্রামের আকাশে এবং পরে ঢাকাসহ দেশের না‍নাপ্রান্তে এ চাঁদের হাসি দেখা যায়।  

ইফতারের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

দেশের আকাশে হাসছে শাওয়ালের চাঁদ।  ছবি: রহমান মাসুদএর আগে, হিজরি ১৪৩৮ সালের শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। তিনিই বৈঠক শেষে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি সাংবাদিকদের সামনে ঘোষণা করেন। সাংবাদিকদের সামনে চাঁদ দেখা যাওয়ার কথা ঘোষণা করছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।  ছবি: দীপু মালাকারবৈঠকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্রের (স্পার্সো) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৭/আপডেট ১৯৩৯ ঘণ্টা
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।