ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
শ্যামনগরে নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের শ্যামনগরে নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ওই এলাকার শত শত বিঘা জমির মৎস্য ঘের ভেসে গেছে।

রোববার (২৫ জুন) বিকেল ৪টায় কাশিমাড়ি ইউনিয়নের খোলপেটুয়া নদীর ঝাপালি এলাকায় বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, বিকেলে প্রবল জোয়ারের চাপে হঠাৎ করেই জরাজীর্ণ ঝাপালি বাঁধ ভেঙে যায়।

এতে প্রবল বেগে পানি ঢুকে কয়েক শত বিঘার মৎস্য ঘের তলিয়ে যায়।

এদিকে, নদীতে ভাটা নামতে শুরু করলে স্থানীয় কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে শত শত মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে।

ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ বাংলানিউজকে জানান, বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এরপরও কর্তৃপক্ষ বাঁধ সংস্কারে উদ্যোগ নেয়নি। হঠাৎ করেই বাঁধ ভেঙে অসংখ্য মৎস্য ঘের ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের নিয়ে বাঁধ সংস্কারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরবর্তী জোয়ারে কি হবে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী বিএম আব্দুল মোমিন বাংলানিউজকে জানান, ভাঙন কবলিত এলাকায় রিং বাঁধ দিয়ে সংস্কারের চেষ্টা চলছে। টেন্ডার হয়ে আছে, ঈদের পরেই ওই এলাকার বাঁধ ভালভাবে সংস্কার করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।