ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া নৌ-রুটে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
শিমুলিয়া নৌ-রুটে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের শিমুলিয়া নৌ-রুটে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

রোববার (২৫ জুন) সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ঘরমুখো মানুষের ভিড়।

যাত্রীবাহী বাস দ্রুত পারাপারের জন্য বন্ধ রয়েছে পণ্যবাহী সকল প্রকার যানবাহন পারাপার।

এতে দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক শাহ মো. খালিদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ঈদকে সামনে রেখে বিআইডব্লিউটিসি ১৮টি ফেরি দিয়ে গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে। পণ্যবাহী সকল প্রকার যানবাহন পারাপার বন্ধ
রেখে শুধু মাত্র যাত্রীবাহী যানবাহন পার করা হচ্ছে। যাতে যাত্রীদের কোনো ভোগান্তির শিকার হতে না হয়।

ভোর রাত থেকে যাত্রীবাহী ছোট গাড়ির চাপ বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বিকেলের মধ্যে গাড়ির চাপ কমে আসবে এবং যাত্রীবাহী সকল যানবাহন পারাপার করতে সক্ষম হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।