ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে ঈদের জামাত কখন-কোথায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
যশোরে ঈদের জামাত কখন-কোথায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান

যশোর: প্রতিবছরের মতো এবারও যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে।

তবে ঈদগাহ ময়দানে গত কয়েকদিনের বৃষ্টিতে কাদা পানি কারণে রোববার (২৫ জুন) পাশ্ববর্তী রাস্তা (জজ কোর্টের মূল ফটকের সামনে ও ঈদগাহ ঘেষা) ধুয়ে মুছে পরিষ্কার করে সৌন্দর্য বর্ধনে রঙ ও চুনকাম করতে দেখা গেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে একই সময়ে (সকাল সাড়ে ৮টায়) কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়া শহরের বাবলাতলায় ঈদের জামাত সকাল ৮টা ১৫ মিনিটে, উপ-শহর মার্কাস মসজিদে সকাল ৮টায়, কারবালা মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়, রেলস্টেশন মসজিদ, পুলিশ লাইন মসজিদ, বেজপাড়া তালতলা মসজিদ আর এ রোড মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।