ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
সাতক্ষীরার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সাতক্ষীরা: কৃষকনেতা সাইফুল্লাহ লস্করসহ তিন ভূমিহীন নেতা হত্যা মামলার আসামি, সাতক্ষীরার চিহ্নিত ভূমিদস্যু বসির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, শনিবার বসির আহমেদ শতাধিক লাঠিয়াল নিয়ে আশাশুনি উপজেলার হাজিপুর গ্রামের সফেদা খাতুনের ঘেরে হামলা করেন।

এ সময় তারা বোমা ফাটিয়ে ও ঘেরের বাসাবাড়িতে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনার পরপরই বসিরের বিরুদ্ধে আশাশুনি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন সফেদা খাতুন। এ মামলায় আশাশুনি থানার উপ পরিদর্শক (এসআই) নয়ন চৌধুরীর নেতৃত্বে পুলিশ তাকে রাতেই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে সাতক্ষীরায় নিয়ে আসে। বিকেলে তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর হত্যা মামলাসহ সাতক্ষীরা ও আশাশুনির কয়েকটি ঘের দখল, লুটপাট, অগ্নিসংযোগ ও জোরপূর্বক চাঁদাবাজির মামলা রয়েছে বসিরের বিরুদ্ধে। তিনি এলাকায় ভূমিদস্যু হিসাবে পরিচিত বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।