ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে ভিজিএফের ১১ বস্তা গম আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
পার্বতীপুরে ভিজিএফের ১১ বস্তা গম আটক

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে ভলনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) ৫০ কেজি ওজনের ১১ বস্তা গম আটক করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) ভোরে মন্মথপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাকলা বাজার থেকে ১১ বস্তা ভিজিএফের গম আটক করে এলাকাবাসী। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে গমের বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরআগে, শনিবার (২৪ জুন) উপজেলার মন্মথপুর ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য সরবরাহকৃত ভিজিএফের গম ওজনে কম দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রায় ১০ জন আহত হন।

মন্মথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী বাংলানিউজকে বলেন, ভিজিএফের গম বিতরণের দায়িত্বে ছিলেন নজমুল হক মেম্বার। বিতরণের পর কিছু গম অবশিষ্ট ছিল। গমের বস্তা ইউনিয়ন পরিষদের বাইরে কিভাবে গেল তা আমার জানা নেই।

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।