ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বান্দরবানে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
বান্দরবানে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে পাহাড় ধস ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ১২শ' পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

রোববার (২৫ জুন) দুপুরে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে ঢাকার ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রমুখ।

এসময় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও নগদ ৫শ' টাকা করে দেওয়া হয়।

এদিকে, বান্দরবানের বিভিন্ন এলাকায় দরিদ্র অসহায়দের মধ্যে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এসময় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও পৌর মেয়র ইসলাম বেবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।