ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফাঁকা হচ্ছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ফাঁকা হচ্ছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে। গাড়ির চাপ কমায় এ মহাসড়কের ২২ কিলোমিটার এলাকায় যানজট নেই। স্বাভাবিক গতিতে চলছে গাড়িগুলো।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ।

তিনি জানান, ভোরে যানবাহনের চাপ কিছুটা বেশি ছিল।

তবে কোথাও যানজট ছিল না। সকাল ৯টার পর থেকেই মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে। গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, অন্যান্য স্বাভাবিক দিনের মতোই আজ মহাসড়কে গাড়ি চলাচল করছে। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় নলকা সেতুটি পার হতে গাড়ির গতি কমাতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।