ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে পথের পাঠশালার ঈদ উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ফেনীতে পথের পাঠশালার ঈদ উৎসব

ফেনী: ফেনীতে পথশিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পথের পাঠশালা।

শনিবার (২৪ জুন) জেলা পাবলিক লাইব্রেরির সামনে আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

প্রেসিডিয়াম সদস্য মোর্শেদা হ্যাপির সভাপতিত্বে ও নূর নবী হাসানের উপস্থপানায় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, স্টামফোর্ড ইউনিভার্সিটির লেকচারার মোকাররম হোসেন, পথের পাঠশালার প্রধান উপদেষ্টা, ব্যাবসায়ী ইমন-উল-হক প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাঠশালার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম ফাহাদ ও সাজ্জাদ হোসেন দীপু।

পরে ৬০ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ সামগ্রী এবং নগদ টাকা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।