ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় ৬ গ্রামে ঈদ উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
মঠবাড়িয়ায় ৬ গ্রামে ঈদ উদযাপন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের পাঁচ শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করছেন।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের শামসুল খোন্দকারের বাড়ি ও কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বরের বাড়িতে ঈদের দু'টি জামাত অনুষ্ঠিত হয়।

সুরেশ্বর পীরের অনুসারী কচুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, আজ আমরা সৌদি আরবের সঙ্গে মিলে রেখে নামাজ আদায় করেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর পীরের অনুসারী উপজেলার সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা, খেতাছিড়া, বাদুরতলী ভাইজোড়া, কচুবাড়িয়া ও চড়কগাছিয়া গ্রামের কয়েক হাজার মানুষ একশ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরাজ মিয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।