ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে দুই হাজার মানুষের ঈদ উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ফেনীতে দুই হাজার মানুষের ঈদ উদযাপন ফেনীতে ঈদ উদযাপন, ছবি: বাংলানিউজ

ফেনী: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফেনীর পাঁচটি গ্রামের প্রায় দুই হাজার মানুষ উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর।

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর, খাইয়ারা, ফেনী পৌর শহরেরে খাজুরিয়া, পরশুরামের অনন্তপুর, সোনাগাজীর রগুনাথপুরের মানুষজনের ঈদ রোববার (২৫ জুন)।

এসব মানুষ সদর উপজেলার ফরহাদ নগরের শাহ আমানীয়া জাহাগারীয়া দরবার শরীফে মিলিত হয়ে ঈদ উদযাপন করেন।

রোববার (২৫ জুন) সকাল ৯টায় সেখানে গিয়ে দেখা যায় বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যেই উদযাপিত হচ্ছে ঈদ। ঈগগাহের চার পাশে বসেছে ছোট পরিসরে মেলা।

ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম নবী বাংলানিউজকে জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার মীর্জাখিল দরবার শরীফের অনুসারী। এবার মিলিয়ে ১৭০ বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে।

তিনি দাবি করেন, যেহেতু সারা পৃথিবীর মানুষ শুক্রবার জুমার নামাজ আদায় করেন, ঠিক তেমনিভাবে ঈদের নামাজও আদায় করবেন। সারাবিশ্বে একইদিন ঈদ করা ওয়াজিব।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad