ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের নামাজ আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের নামাজ আদায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন মৌলভীবাজারের শতাধিক পরিবার। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশে মোনাজাত করা হয়।

রোববার (২৫ জুন) সকাল সোয়া ৭টার দিকে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষ অংশ নেয়।

নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজাণ্ডি)।
 
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক স্থানে ঈদের নামাজ আদায় করা হয়।
 
আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজাণ্ডি) অনুসারী হাফেজ মাজেদুল হক সজীব বাংলানিউজকে জানান, নয় বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছেন।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।