ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল ও পটুয়াখালীতে কয়েক হাজার পরিবারে ঈদ উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
বরিশাল ও পটুয়াখালীতে কয়েক হাজার পরিবারে ঈদ উদযাপন ঈদের জামাত-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার রোববার (২৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। এসব পরিবার সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে সকালে ঈদের নামাজ আদায় করেছে।

বরিশাল সিটি করপোরেশন এলাকায় প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে। সকাল ৯টার ওই জামাতে ইমামতি করেন মাওলানা মো. দেলোয়ার হোসাইন।

এছাড়াও উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ ও হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়া উপজেলার ৬টি গ্রামসহ বেশকিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ফলে এসব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।  

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ’র মো. হাবিবুর রহমান জানান, পৃথিবীর যেকোন দেশে চাঁদ দেখা গেলে রোযা ও ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করেন তারা। সে অনুযায়ী সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় তারা সে দেশের সঙ্গে মিল রেখে রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।