ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তালতলীতে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
তালতলীতে অস্ত্রসহ যুবক আটক

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি পাইপগানসহ বাবুল (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোবাবর (২৫ জুন) ভোর রাত তিনটার দিকে নিশানবাড়ীয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বাবুল উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আবদুস ছোমেদ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নলবুনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পাইপগান পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকালে তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।