ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে পুড়লো বিআরটিসির দ্বিতল বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
সাভারে পুড়লো বিআরটিসির দ্বিতল বাস

সাভার (ঢাকা): সাভারে আগুনে পুড়ে গেছে বিআরটিসির একটি যাত্রীবাহী দ্বিতল বাস। শনিবার (২৪ জুন) রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসির) সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রাজধানী থেকে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছিলো। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে।

এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েক জন যাত্রী আহত হয়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, লোভ করে বেশি টাকার আশায় পুরাতন ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে চালকেরা। এর খেসারত দিচ্ছে যাত্রীরা।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ বলেন ইঞ্জিন থেকে বাসে আগুন ধরেছে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।