ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভিড় কমতে শুরু করেছে সদরঘাটেও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ভিড় কমতে শুরু করেছে সদরঘাটেও ভিড় কমতে শুরু করেছে সদরঘাটেও, ছবি: সুমন শেখ

ঢাকা: শেষ বিকেলে সদরঘাটে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ঢল নামে। ইফতারির আগ পর্যন্ত ছিল এ ঢল। সেসময় ছিল না তিল ধারনের জায়গাটুকুও।

তবে ইফতার শেষেই পাল্টে যায় দৃশ্যপট। কমতে থাকে ভিড়।

অনেকটা ফাঁকা হয়ে যায় সদরঘাট টার্মিনাল! যদিও এটিকে স্বাভাবিক দিনের চেয়ে একটু বেশিই বলা চলে।

বাস টার্মিনালগুলোও ইতোমধ্যে ফাঁকা হতে শুরু করেছে বলে জানা যায়।

শনিবার (২৪ জুন) বিকেল ও সন্ধ্যায় সদরঘাট ঘুরে ফাঁকার দৃশ্য দেখা গেছে। তবে যেসব লঞ্চ ছেড়েছে এর মধ্যে অনেককে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাড়ি ফিরতে দেখা যায়।

বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ নৌপথে বাড়ি ফিরছেন। গত কয়েদিন মানষের ব্যাপক চাপ ছিল। তবে রোববার (২৫ জুন) সকাল থেকে সে চাপ কমতে শুরু করবে বলে জানায় লঞ্চ কর্তৃপক্ষ।  

বরিশালের আজগর হোসেন বাংলানিউজকে বলেন, যাত্রীর চাপে অতিরিক্ত ভিড় ছিল। ঠেলাঠেলি করে লঞ্চে উঠতে হয়েছে। তবে কোনো হয়রানি হতে হয়নি।  

তিনি বলেন, টার্মিনাল ব্যবস্থাপনা এবার মোটামোটি ভালো মনে হয়েছে। তবে আরও ভালো করার সুযোগ আছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।