ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ট্রাকসহ ভিজিএফের ৫০২ বস্তা গম আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
সৈয়দপুরে ট্রাকসহ ভিজিএফের ৫০২ বস্তা গম আটক বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি ভিজিএফের ৫০২ বস্তা গম আটক করেছে পুলিশ।

সদর উপজেলা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ নেতৃত্বে শনিবার (২৪ জুন) সন্ধ্যায় নগরীর সেলিম ফুড ইন্ডাস্ট্রিজের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়।

অভিযান পরিচালনার টের পেয়ে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

সেলিম ফুড ইন্ডাস্ট্রিজ থেকে গমগুলো আটকের ব্যাপারে প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল কালাম বাংলানিউজকে বলেন, আমাদের এখানে ট্রাকটি স্কেল (ওজন পরিমাপ) করার জন্য এসেছিল।

সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণের জন্য ভিজিএফের গমগুলো নীলফামারী সদর উপজেলার কোনো এক ইউনিয়ন থেকে চোরাকারবারীরা অবৈধভাবে বিক্রির জন্য এনেছিল।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বাংলানিউজকে বলেন, আপাতত মনে হচ্ছে, গমগুলো সদর উপজেলার এবং ভিজিএফের। পরে ভালোভাবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রাকসহ গমগুলো আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।