ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্ষতিগ্রস্ত ৬৩৬ পরিবারে চসিকের ৩২ লাখ টাকার অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ক্ষতিগ্রস্ত ৬৩৬ পরিবারে চসিকের ৩২ লাখ টাকার অনুদান

চট্টগ্রাম: টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৬৩৬ পরিবারকে ৩১ লাখ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

শনিবার (২৪ জুন) দুপুরে নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ৩৮৩ পরিবার ও গলাচিপায় পাড়ায় ২৬ নম্বর হালিশহর ওয়ার্ডের ২৫৩ পরিবারের মাঝে এ অনুদান তুলে দেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
 
ক্ষতিগ্রস্ত ৬৩৬ পরিবার এর মাঝে আজ ২৪ জুন ২০১৭ খ্রি. শনিবার,দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে এবারই  প্রথম ৩১ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ।
 
তিনি ১১ নং ওয়ার্ড কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ৩৮৩ পরিবার এবং গলাচিপা পাড়ায় ২৬ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ২৫৩ পরিবার এর মাঝে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদানের স্বহস্তে বিতরণ করেন।
 
ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে এসময় আ জ ম নাছির বলেন, ইতোপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দূর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি মাত্র ৫০০ টাকা অনুদান দেয়ার বিধান ছিল। কিন্তু আমি দায়িত্ব গ্রহণ করার পর অনুদানের পরিমাণ পরিবার প্রতি ২০০০ টাকায় উন্নিত করেছি। মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদেরও এ অনুদান দেয়া হবে।
 
মেয়র আরও বলেন, টর্নেডো আঘাতে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার ক্ষমতা আমাদের নেই। সহানুভুতির অংশ হিসেবে চসিক আপনাদের পাশে দাঁড়িয়েছে। অনুদানের এ সামান্য টাকা হয়তো ক্ষতি পুরণ হবে না, তবুও সেবার স্বার্থে মানবিক কারণে আপনাদের বিপদের সময় পাশে দাঁড়ানোর এ প্রয়াস।
 
এসময় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী,  ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবের আহমদ, যুবলীগ নেতা সুমন দেবনাথ, সুজিত দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রেজাউল আলম রনি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ