ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে কনস্টেবল আরিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
না’গঞ্জে কনস্টেবল আরিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কনস্টেবল আরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হারুন বাদশাকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)

শনিবার (২৪ জুন) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ৫ আগস্টের ওই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন তিনি।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ রবিউল বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। সেসময় স্থানীয় দোকানদার আব্দুল মতিনকে গ্রেফতার করতে গেলে তিনি পানিতে ডুবে প্রাণ হারান।  

মতিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিছু লোক এক হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা পিটিয়ে কনস্টেবল আরিফুল ইসলামকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করে। মামলায় দফায় দফায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।