ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রাক উল্টে নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ট্রাক উল্টে নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের দাবি

ঢাকা: রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৭ পোশাক শ্রমিকের মৃত্যুর দায় সরকার ও মালিককে নিতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সংগঠন। পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

শনিবার (২৪ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার এবং সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সেতুমন্ত্রী সরকার দায় অস্বীকার করেছে।

তাদের দাবি, যাত্রীদের অসতর্কতাই নাকি এই প্রাণহানির কারণ।  

তারা বলেন, ক্ষতিপূরণ মাত্র ২০ হাজার টাকা দেওয়ার মধ্য দিয়ে সরকার এবং তাদের কারখানা মালিক তাদের দায় এড়াতে পারেন না।

নেতারা বিবৃতিতে বলেন, কেন এই শ্রমিকরা সতর্কতা নিয়ে বাড়ি যেতে পারলো না এই উত্তর, এই দায় সরকারকেই নিতে হবে। আর মালিকদেরও দায় নিতে হবে। তারা সরকারের সঙ্গে বাজেটে কী কী সুবিধা পাবেন তা নিয়ে কথা বলতে পারেন অথচ শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। এ ঘটনায় সরকার এবং মালিক পক্ষের অমেনোযোগ ও ব্যর্থতাই সামনে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।