ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ভাসমান অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
সিলেটে ভাসমান অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটে বাড়ির পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় রিটনা বেগম (৩৮) নামে এক গৃহবধ‍ূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) বিকেল সোয়া ৩টায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সম্মানপুর গ্রামে নিজ বাড়ির পাশে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রিটনা দুই সন্তানের জননী ও ওই গ্রামের মনাই মিয়ার স্ত্রী।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, কুশিয়ারার ডাইক ভেঙে ঢোকা পানিতে নিহেতর বাড়ির চারপাশ প্লাবিত রয়েছে। দুপুরে পানিতে গৃহবধূর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। বিকেল সোয়া ৩টায় নৌকাযোগে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা ও মিডিয়া) সুজ্ঞান চাকমা বলেন, নিহত নারী মৃগী রোগে পানিতে পাড়ে মারা যেতে পারেন? এরপরও তাকে হত্যা করা হয়েছে কিনা ময়নাতদন্তের পর বুঝা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এনইউ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad