ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

বরিশাল: বরিশালে সুবিধা বঞ্চিত ১শ’ শিশুর হাতে ঈদ বস্ত্র তুলে দিলো ‘লাল সবুজ ব্রিগেড’ নামের একটি সংগঠন।

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় আইসডিএ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শিশুদের হাতে এ পোষাক তুলে দেওয়া হয়।  

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, সংগঠনের আহবায়ক মৃদুল ইসলামসহ সদস্যরা।

নতুন পোশাক পেয়ে বেশ উচ্ছ্বসিত হয় সুবিধা বঞ্চিত শিশুরা।

পোশাক দেওয়ার সময় জেলা প্রশ‍াসক বলেন, ঈদে নতুন পোষাক পড়ে ঘুড়ে বেড়াবে এটাই সব শিশুদের ইচ্ছা। তবে এতিম, অসহায়, দুঃস্থ পরিবারের অনেক শিশু এই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।  

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,  সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সংগঠনের আহবায়ক মৃদুল ইসলাম বলেন, তারা নিজেরা প্রতিটি ঘরে গিয়ে ঈদে পোষাক কেনার সামর্থ্য নেই এমন এক’শ শিশুকে বাছাই করে এনছেন। এই নিয়ে চার বছর হলো তারা এই কর্মসূচি আইসিডিএ এবং ব্লাড ডোনার ক্লাবের সহায়তায় অয়োজন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এমএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।