ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতখানে ইউপি চেয়ারম্যান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
দৌলতখানে ইউপি চেয়ারম্যান আটক বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: সরকারি কাজে বাধা এবং চাল আত্মসাতের অভিযোগে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারেফ হোসেন ভূঁইয়াকে আটক করছে পুলিশ।

শনিবার (২৪ জুন) দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এর আগে আটক ইউপি চেয়ারম্যানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (২২ জুন) স্থানীয় সরকার মন্ত্রণায়লয় থেকে বরখাস্ত করা হয়েছিল।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে চরপাতা ইউপি থেকে চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, চরপাতা ইউপি চেয়ারম্যান মোশারেফকে বরখাস্ত করার পরেও তিনি অবৈধভাবে ইউপি কার্যালয়ে গিয়ে জেলেদের মধ্যে চাল বিতরণ করছিলেন। এসময় স্থানীয়রা চাল আত্মসাতের  অভিযোগ তুললে পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে গেলে তিনি আমাদের উপর চড়াও হন। পরে সরকারি কাজে বাধা এবং চাল আত্মসাতের অভিযোগে তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দৌলতদখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।