ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কে ট্রাক চললে ব্যবস্থা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
মহাসড়কে ট্রাক চললে ব্যবস্থা সড়কে ট্রাক

ঢাকা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের আগের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঈদযাত্রায় শনিবার (২৪ জুন) ভোরে রংপুরের পীরগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে পোশাকশ্রমিকসহ ১৭ জন নিহত হওয়ার পর এ হুঁশিয়ারি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘জরুরি জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে, ঈদের আগের তিনদিন দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু মহাসড়কগুলোর কোনো কোনো এলাকায় আজও এ ধরনের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।
 

‘ভারী যানবাহনের মালিক এবং চালকদের প্রতি সরকারি আদেশ যথাযথভাবে পালনের অনুরোধ জানাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। অন্যথায় নিষেধাজ্ঞা অমান্যকারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ’

তবে জ্বালানি, খাদ্যদ্রব্য, ওষুধ, পঁচনশীল দ্রব্য এবং গার্মেন্টস সামগ্রী বহনকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

রংপুরে ট্রাক উল্টে নিহত ১৭
 
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা ২৪, ২০১৭
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।