ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদে বেনাপোল-পেট্রাপোল বন্দর ৪ দিন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ঈদে বেনাপোল-পেট্রাপোল বন্দর ৪ দিন বন্ধ    বেনাপোল বন্দর। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৪ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন। তবে এসময় দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৪ জুন) সকালে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বন্ধের বিষয়টি জানিয়েছেন।

এদিকে বানিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ভারতের পেট্রাপোল বন্দরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

চিঠিতে বলা হয়েছে, ২৪ জুন সকাল থেকে বন্ধ হয়ে গেছে এপথে বানিজ্যিক কার্যক্রম।

ভারতের ২৪ পরগনার বঁনগা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর সাহা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে শনিবার (২৪ জুন) থেকে মঙ্গলবার (২৭ জুন) ৪ দিন বন্ধের বিষয়টি তারা চিঠি পেয়েছেন। আগামী বুধবার (২৮ জুন) থেকে আবার স্বাভাবিক নিয়মে এপথে বাণিজ্য শুরু হবে বলে জানান তিনি।

এদিকে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াদুত মিল্কি বাংলানিউজকে জানান, বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের ৪ দিন কাজ বন্ধ রাখার চিঠি তারা হাতে পেয়েছেন। তবে বেনাপোল বন্দরে সরকারি ছুটি ২৬ ও ২৭ জুন। এসময় ছাড়া বেনাপোল বন্দর খোলা থাকবে যদি কেউ জরুরি পণ্য খালাস নিতে চায় সে ব্যবস্থাও রাখা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) পলাশ হোসেন বাংলানিউজকে জানান, এপথে বাণিজ্য বন্ধ থাকলেও  দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এজন্য জনবল বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এজেডএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।