ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
পাঁচবিবিতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তসলিম উদ্দীন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তসলিম পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের নান্নু ফকিরের ছেলে।

পাঁচবিবির কড়িয়া বিওপি ক্যাম্পের কমান্ডার চাঁন মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে পেট্রোল ডিউটিতে যায় ক্যাম্পের সদস্যরা। এসময় ভারত-বাংলাদেশ কাটাতারের বাংলাদেশ অভ্যন্তরের ১০০ গজ ভেতরে একটি মরদেহ দেখতে পায় তারা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।