ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় ঈদগাহে বজ্রনিরোধক ব্যবস্থা নেওয়া হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
জাতীয় ঈদগাহে বজ্রনিরোধক ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ অন্যরা- ছবি- ডি এইচ বাদল

ঢাকা: জাতীয় ঈদগাহে বজ্রনিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (২৪ জুন) দুপুরে ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন মেয়র। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ ক‍থা বলেন।

মেয়র বলেন, এবার বাড়তি সর্তকতা হিসেবে বজ্রনিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের যেনো কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।  

কোনো নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে মেয়র সবাইকে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এর আগে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদের জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।  

ঈদ জামাতে চার স্তরের নিরাপত্তা

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।