ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে ৯ লঞ্চ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে ৯ লঞ্চ যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে ৯ লঞ্চ যাত্রী

বরিশাল: ঈদ উপলক্ষে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে আসার পথে নয়জন যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পরে অসুস্থ হয়ে পড়েছেন।

শ‌নিবার (২৪ জুন) সকালে বরিশাল নদী বন্দরে আসার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

অজ্ঞান পার্টির খপ্পরে পরা অচেতন ব্যক্তিরা হলেন- ঝালকাঠির নলছিটির বাসিন্দা সেলিম খান (৬০), পটুয়াখালীর বাউফলের বাসিন্দা আনসার উদ্দিন (৪০), নলছিটি এলাকার রাজীব (২৫), রাজবাড়ি এলাকার মকবুল (২২), শায়েস্তাবাদ এলাকার সোহেল (১৮), বানারীপাড়া এলাকার বাসিন্দা মো. মনির (২৫), মঠবাড়িয়া এলাকার সনিম (২২), মনির (২৩) ও বাকেরগঞ্জের বাসিন্দা শুভ (২০)।

এরা সবাই সুন্দরবন এবং পারাবাত কোম্পানীর বিভিন্ন লঞ্চের যাত্রী ছিলেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত পাল বাংলানিউজকে বলেন, অসুস্থ এসব লঞ্চ যাত্রীদের অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে।

এরা সবাই মে‌ডি‌সিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও চিকিৎকস জানান।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।