ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘দশটা টাকা দেন, ঈদের জামা কিনমু’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
‘দশটা টাকা দেন, ঈদের জামা কিনমু’ শিশু ভিক্ষুক। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): মামা দশটা টাকা দেন, ঈদের নতুন জামা কিনমু। আমনেরা (আপনারা) টাহা (টাকা) না দিলে মোরা নতুন জামা কিনমু কেমনে। মোর বাপ (বাবা) নাই।

ঈদের বাজারে যখন উপচে পড়া ভিড়, তখন এভাবেই নতুন জামা কাপড় কেনার জন্য ভিক্ষাবৃত্তি করছে ৭ বছরের আমেনা ও ৫ বছরের আছিয়া।

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ঈদের বাজারে ঘোরাঘুরি করছে এই দুই বোন।

অধিকাংশ মানুষ যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন এই দুই বোনের সময় কাটছে ভিক্ষাবৃত্তিতে।

আমেনা ও আছিয়ার এখন বেড়ে ওঠার বয়স। পরনের ফ্রক ছেড়া। হাতে প্লাস্টিকের ব্যাগ।  

হঠাৎ পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে চোখ পড়লো। কৌতূহলবশত ১০ টাকা শিশু আমেনার হাতে তুলে দিতেই শিক্ষক, জনপ্রতিনিধিসহ পথচারীরাও আমেনাকে দশ টাকা করে দিতে থাকলেন।

পাথরঘাটা আদর্শ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম রেজা বাংলানিউজকে বলেন, এ বয়সে শিশু দুটির বন্ধুদের সাথে এখন হাসি তামাশায় মেতে ওঠার কথা। কিন্তু সংসারের অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হচ্ছে ওরা।

বাংলাদশে সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।