ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের নিরাপত্তায় আনসারের বিশেষ টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ঈদের নিরাপত্তায় আনসারের বিশেষ টিম ঈদের নিরাপত্তায় আনসারের বিশেষ টিম/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার স্টাইকিং ফোর্স (এএসএফ)।

শনিবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এক নিরাপত্তা মহড়া দেওয়া হয়।

বিশেষ নিরাপত্তা মহড়ায় আনসার স্টাইকিং ফোর্সের (এএসএফ) কমান্ডার সৈয়দ ইফতেখার আলী বাংলানিউজকে বলেন, আজ থেকে ঈদের তিনদিন পর্যন্ত রাজধানীতে নিরাপত্তা দেবে আনসারের বিশেষ টিম।


...
নিরাপত্তার স্বার্থে এক প্লাটুন আনসার সদস্য সার্বক্ষণিক কাজ করবে। রাজধানীর বিশেষ বিশেষ স্থানে সদস্যরা ভাগ হয়ে কাজ করবেন। ঈদে ছিনতাই ও চুরির ঘটনা অহরহ ঘটে থাকে। শুধু তাই নয়, অনেক সময় যাত্রীরা হয়রানি ও মলম পার্টির শিকার হন। এসব বিষয়গুলো আনসার সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, এছাড়া রাজধানীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদের রিজার্ভ ফোর্স সহায়তা করবে। বিশেষ করে রাজধানীর জনবহুল এলাকা কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন,মহাখালি বাস টার্মিনাল ও গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে সার্বক্ষনিক তাদের সদস্যরা নিয়োজিত থাকবে।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ২৪,২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।