ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে যানবাহনের দীর্ঘ লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে যানবাহনের দীর্ঘ লাইন বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে যানবাহনের দীর্ঘ লাইন

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে টোল আদায়ের ধীরগতির কারণে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১১টা পর্যন্ত লাইনটি দীর্ঘ হয়ে এলেঙ্গা পর্যন্ত গিয়ে ঠেকেছে।

জানা যায়, টোল আদায়ে ধীরগতি হওয়ায় সেতুতে যান চলাচল ও সাধারণ যাত্রীরা প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছেন।

এবারের ঈদের ছুটিতে মহাসড়কের অন্যকোনো স্থানে ভোগান্তি তেমন একটা না পোহালেও সেতুর টোল আদায়ে ধীরগতি হওয়ায় ভোগান্তি হচ্ছে যাত্রীদের।

আসাদুর রহমান নামে হানিফ পরিবহনের এক যাত্রী বাংলানিউজকে জানান, দুই ঘণ্টা ধরে সেতুর পূর্বপাড়েই রয়েছি। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে টোল আদায়ে ধীরগতির কারণে যানজট।

একই বাসের যাত্রী মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আসতে চন্দ্রা, বাইপাইল, আশুলিয়া, মির্জাপুরের গোড়াই অল্পসময় তিনি যানজটে আটকা পড়েন। কিন্তু তার চেয়ে বেশি সময় ধরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে আটক পড়ে রয়েছেন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মাসুদ রানা বাংলানিউজকে জানান, মহাসড়কের অন্যকোনো স্থানে সমস্যা না হলেও সেতুতে টোল আদায়ে অনেকটাই বিঘ্নিত হচ্ছে। এ কারণে যানবাহনের সেতুর পূর্ব পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।