ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদ জামাতে চার স্তরের নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ঈদ জামাতে চার স্তরের নিরাপত্তা ঈদের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া- ছবি- ডি এইচ বাদল

ঢাকা: ঈদের জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। 

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

এবারের ঈদে রাজধানীজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে মোট ৫০০টির মতো ছোট-বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ ময়দানে এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বলয় থাকবে। আধা কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যাবে না। এক কিলোমিটারের মধ্যে পুলিশের তল্লাশি চৌকি থাকবে।  

কমিশনার আরো বলেন, ঈদ জামাতে আগত মুসল্লিদের আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে। তল্লাশির সময় সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঈদগাহ ময়দানে কাউন্টার টেরোরিজম, সোয়াতের সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া পোশাকে, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।  

জামাতে আগত মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো প্রকার ভ্যানিটি ব্যাগ, লাগেজ, ছুরি, কাঁচি, দাহ্য পদার্থ বহন করা যাবে না। নিরাপত্তার প্রয়োজনে পুলিশ যদি জায়নামাযও তল্লাশি করতে চান তাহলে তাতেও সহযোগিতা করতে মুসল্লিদের অনুরোধ জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদ কেন্দ্রিক নিরাপত্তায় কোনো হুমকি নেই। সারাদেশে নিরাপত্তা স্বাভাবিক আছে। হলি আর্টিজান, শোলাকিয়ায় হামলার পর টানা এক বছর কাজ করেছেন গোয়েন্দারা। সে বিষয় মাথায় রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭/আপডেট: ১২৩০ ঘণ্টা
এসজে/জিওয়াই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।