ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পি‌ছিয়ে রংপুর এক্সপ্রেস, ঈদের আগে শি‌ডিউলে ফিরছে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
পি‌ছিয়ে রংপুর এক্সপ্রেস, ঈদের আগে শি‌ডিউলে ফিরছে না ট্রেনের জন্য অপেক্ষা করে একপর্যায়ে লাইনে বসে পড়েন যাত্রীরা- ছবি- দিপু

ঢাকা: রংপুর এক্সপ্রেস, শুক্রবারের মতো শনিবারও বিলম্ব। তবে এবারের বিলম্ব বেশ কয়েক ঘণ্টা। রংপুরের উদ্দেশ্যে ট্রেন‌টি সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও দুপুর ২টার আগে ঢাকা ছাড়তে পারবে না। 

শ‌নিবার (২৪ জুন) কমলাপুর ‌স্টেশনের বোর্ডে ট্রেন‌টি ছাড়ার সম্ভাব্য সময় দুপুর ১টা ২০ মি‌নিট প্রদর্শন করা হচ্ছে।

‌এদিকে ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় সকাল ৯টা থাকায় ভোর থেকে এর যাত্রীরা স্টেশনের প্লাটফর্মে অপেক্ষা করছেন।

অথচ ট্রেনটি এখনও কমলাপুরেই পৌঁছায়নি।

‌রংপুর এক্সপ্রেসের সবশেষ অবস্থানের বিষয়ে জানা যায়, ট্রেন‌টি মাত্র বঙ্গবন্ধু সেতু পা‌ড়ি দিয়েছে। কমলাপুর পৌঁছে পরিষ্কার-পরিচ্ছন্নতার পর রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।  

এর আগে শুক্রবার ট্রেন‌টি ২ ঘণ্টা বিলম্বে ছেড়ে সাড়ে ৬ ঘণ্টা বিলম্বে  রংপুর পৌঁছায়।  

‌এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশ চক্রবর্তী জা‌নান, শুক্রবার ট্রেন‌টির বিলম্বে ছাড়ার কারণ ছিলো ই‌ঞ্জিন বিকল হওয়া। দুইদফা ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি আর তার নির্ধা‌রিত সময় মেনে চলতে পারছে না।

এ অবস্থায় ঈদের আগে রংপুর এক্সপ্রেসের শিডিউলে ফেরার কোনো সম্ভাবনা নেই।

ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোট সে তরী!
শনিবারের পর ভিড় থাকবে না রেলে
বিলম্বে ভরা উত্তরাঞ্চলের কোন ট্রেন কোথায়?

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।