ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত যাত্রী নেওয়ায় ৬ লঞ্চের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
অতিরিক্ত যাত্রী নেওয়ায় ৬ লঞ্চের বিরুদ্ধে মামলা অতিরিক্ত যাত্রী বোঝাইয়ে মামলার পরও তোয়াক্কা নেই মালিকপক্ষের- ছবি- সুমন

ঢাকা: ঈদ যাত্রায় সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী ওঠানোর দায়ে ৬ লঞ্চের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
 
 

শনিবার (২৪ জুন) বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তবে কোন ৬টি লঞ্চের বিরুদ্ধে মামলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি বিআইডব্লিউটিএ’র এ কর্মকর্তা।


 
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বার বার অতিরিক্ত যাত্রী না ওঠানোর জন্য লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে। এ নির্দেশনা যারা মানছেন না তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আজও দু’টি লঞ্চের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার বলেন, আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিচ্ছি। নির্দেশনা মানছেন না এমন প্রত্যেক লঞ্চের বিরুদ্ধে মামলা হবে।
 
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।