ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে ট্রাক উল্টে নিহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
রংপুরে ট্রাক উল্টে নিহত ১৭ রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬

গাইবান্ধা: রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় যাত্রীবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা অধিকাংশই পোশাকশ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, ঈদ করতে ঢাকার গাজীপুর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ৪০-৪৫ জন যাত্রী ট্রাকে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ট্রাকটি গাজীপুর থেকে সিমেন্টবোঝাই করে রংপুর যাচ্ছিল।

 সকাল ৬টার দিকে কলাবাড়ি এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ৬জন নিহত হন।  

নিহতদের সবার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ বলে জানা গেছে।

এছাড়া এ ঘটনায় ১২/১৫ যাত্রী আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এদের মধ্যে আটজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ওসি আরও জানান, হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

** পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর
** ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক
**পীরগঞ্জে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।