ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শনিবারের পর ভিড় থাকবে না রেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
শনিবারের পর ভিড় থাকবে না রেলে ট্রেনের ছাদে চেপে বাড়ি ফিরছেন যাত্রীরা/ছবি: দীপু মালাকার

কমলাপুর রেলও‌য়ে স্টেশন থেকে: রাজধানীর সড়ক মহাসড়ক এখন ফাঁকা থাকলেও রেলে উপচেপড়া ভিড় ভাট্টা চলছেই। কমলাপুর ও বিমানবন্দরে ভোরে ছেড়ে যাওয়া সুন্দরবন, তিস্তা ও পারাবত এক্সপ্রেসে চেপে ঢাকা ছেড়েছেন কয়েক হাজার যাত্রী।

শ‌নিবার (২৪ জুন) এই শেষ হ‌চ্ছে রেলের ভিড়-ভাট্টা। তবে, বড় ধরনের শিডিউল বিপর্যয় নিয়ে চলছে উত্তরাঞ্চ‌লের রংপুর এক্সপ্রেস।

ট্রেন‌টি সকাল ৯টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা এখনও নাটোর রয়েছে । ফেরার পর ঢাকা থেকে রংপু‌রের পথে যাত্রা করবে ট্রেনটি। সব‌শেষ ট্রেন‌টি প্রায় সা‌ড়ে ৬ ঘণ্টার শিডিউল বিপর্যয় চল‌ছে বলে জানা গেছে।

এছাড়া বা‌কি প্রায় সব আন্তনগর ট্রেনই শি‌ডিউ‌ল অনুযায়ী ছেড়ে যা‌চ্ছে। ছে‌ড়ে যাওয়া ‌তিস্তা ও সুন্দরবন এবং দেওয়াগঞ্জ এক্স‌প্রে‌সের ছা‌দেও ভিড় দেখা গে‌ছে কমলাপুর থেকে। যে কার‌ণে প‌রের স্টেশন বিমানবন্দর থেকে যাত্রী ওঠার আর কোনো ফাঁকা জায়গা মিল‌ছে না।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।