ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ঈদের জামাত কখন, কোথায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
নীলফামারীতে ঈদের জামাত কখন, কোথায়

নীলফামারী: নীলফামারীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায় শহরের প্রধান ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হবে পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, ঈদগাহ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জেলা শহরের উল্লেখযোগ্য ঈদ জামাতের মধ্যে সার্কিট হাউজ, কুখাপাড়া (ধনীপাড়া), বারইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, মুন্সিপাড়া আহলে হাদিস ও জোড় দরগা ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৯টায় এবং গাছবাড়ি পঞ্চপুকুর ও কলেজ স্টেশন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক এরফান আলী জানান, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জেলার প্রধান জামাত বড় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় পর্যায়ে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন জেলা শহরের হাসপাতাল, জেলা কারাগার ও শিশুদের মধ্যে খাবার পরিবেশন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
আরআর

               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।