ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ৬৫০ কেজি গাঁজা জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ময়মনসিংহে ৬৫০ কেজি গাঁজা জব্দ ময়মনসিংহে ৬৫০ কেজি গাঁজা জব্দ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬শ’ ৫০ কেজি গাঁজা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাগর (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ জুন) ও শুক্রবার (২৩ জুন) কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় ও শহরের গন্দ্রপাড় এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরিফীনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, জেলা পুলিশ, জেলা আনসার ও ভিডিপি ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরিফীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অভিযান চলাকালীন গাঁজাসহ হাতেনাতে আটকের পর সাগরকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে শত শত সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানান। এ সময় তারা অভিযান অব্যাহত রাখার দাবিও জানান।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।