ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গণপরিবহনে চাঁদাবাজির দায়ে ৪জনকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
গণপরিবহনে চাঁদাবাজির দায়ে ৪জনকে জরিমানা

ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গণপরিবহনে চাঁদাবাজির দায়ে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজবাড়ীর এনডিসি আরিফুল হক মৃদুল এ জরিমানা করেন।

জরিমানা প্রাপ্তরা হলেন দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের আব্দুস ছাত্তার সরদার ওরফে দয়ালের ছেলে মো. কামাল সরদার (২৯), একই ইউনিয়নের উম্বার কাজীপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেন ওরফে তপু মণ্ডলের ছেলে আব্দুল হাই (২৮), দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৃত ইছাক মণ্ডলের ছেলে নওয়াব আলী মণ্ডল (৫৮) ও একই এলাকার আতর আলী সরদারের ছেলে মোতালেব সরদার (৩৮)।



র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে ওই চারজন চাঁদা তুলছিলেন। এসময় তাদের হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেকের কাছ থেকে পাঁচশ’ টাকা করে জরিমানা করেন। এরপর তাদের ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড না করার জন্য সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।