ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭০

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, উপজেলার উত্তর সাংঙ্গর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জালাল খন্দকার ও নূরুল হোদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ নিয়ে বিকেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।   এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৭০ জন আহত হন।

গুরুত্বর আহত অবস্থায় ৫০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।