ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ ও রথযাত্রা নির্বিঘ্ন রাখতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ঈদ ও রথযাত্রা নির্বিঘ্ন রাখতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী

সাভার (ঢাকা): সামনেই রথযাত্রা ও ঈদুল ফিতর। দু‘টি ধর্মের দুটি উৎসব পালন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) একেএম শহীদুল হক।

শুক্রবার (২৩ জুন) বিকেলে রাজধানীর প্রবেশ মুখ ঢাকা আরিচা ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের যান চলাচল পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের  এ কথা বলেন তিনি।

এছাড়া জঙ্গিদের তৎপরতা রুখতে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, বাংলাদেশে জঙ্গিদের তৎপরতা বিস্তার করার মত শক্তি ও সামর্থ্য নেই।

মুসলমানদের  ঈদ ও হিন্দু ধর্মাবলম্বীদের রথ উৎসব উদযাপনের সময় ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে সকলকে সংযম ও পরস্পরের প্রতি সহিষ্ণু থাকার আহ্বানও জানান পুলিশের  মহাপরিদর্শক।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।