ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘ধর্মান্ধতা যেন আমাদের গ্রাস করতে না পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
‘ধর্মান্ধতা যেন আমাদের গ্রাস করতে না পারে’

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ধর্মপ্রাণ মানুষকে বিপথগামী করার অপচেষ্টা এদেশের মানুষ বিগত দিনে মোকাবেলা করেছে, আগামী দিনেও করবে। দেশের মানুষ ধর্মের নামে যেকোনো উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ও জঙ্গিবাদ প্রতিহত করবে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

আমু বলেন, ধর্মান্ধতা যাতে আমাদের গ্রাস করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, মৈত্রীর ধর্ম। এখানে হানাহানির কোনো স্থান নেই। আমরা ধর্মপরায়ণ মানুষ। ধর্মকে ব্যবহার করে যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতাকর্মীরা।

ইফতারের আগে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।