ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ময়মনসিংহে অস্ত্রসহ ইউপি সদস্য আটক ময়মনসিংহে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে মোখলেছুর রহমান ওরফে খোকা (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব-১৪) সদস্যরা।

তিনি জেলার গফরগাঁও উপজেলার আট নম্বর গফরগাঁও ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় ৠাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ৠাব জানায়, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা ও মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে   উপজেলার মোখলেছুরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি বন্দুক (এসবিবিএল), পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ, কিছু দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

ৠাব আরও জানায়, তিনি অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টিসহ এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা এবং বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপে সারাক্ষণ লিপ্ত থাকলেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

উদ্ধারকৃত আলামতসহ আসামিকে মামলা মূলে গফরগাঁও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় ৠাব-১৪।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ