ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
সুন্দরগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ সুন্দরগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যবসায়ী রবিউল হত্যাকাণ্ডে গ্রেফতার ইউপি সদস্য দুদু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি ও বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, নিহত রবিউলের স্ত্রী বিলকিছ বেগম, হারুন মিয়া, মাহাবুর রহমান, মোখলেছার রহমান, সাজু মিয়া প্রমুখ।

বক্তারা রবিউল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গ্রেফতারকৃত ইউপি সদস্য দুদু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবি জানান।

এর আগে, ২০ জুন রবিউল ইসলামের মরদেহ তার বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওইদিন রাতে সুন্দরগঞ্জ থানায় নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইউপি সদস্য দুদু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।