ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ১শ’ পথ শিশু পেলো ঈদ পোশাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
খুলনায় ১শ’ পথ শিশু পেলো ঈদ পোশাক

খুলনা: খুলনায় ১শ’ পথ শিশুকে ঈদের নতুন পোশাক দিয়েছে ‘কাম ফর রোড’ চাইল্ড নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠন। 

শুক্রবার (২৩ জুন) বিকেল ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে মহানগরীর রূপসা সেতুর পশ্চিম পাশে পথ শিশুদের মধ্যে এসব পোশাক বিতরণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আইনজীবী সমিতির সভাপতি সরদার আনিসুর রহমান পপলু।

বিশেষ অতিথি ছিলেন ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ফারুক হোসেন, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তানবীর হোসেন, সাংবাদিক ও রোটারিয়ান মোসলেহ উদ্দিন তুহিন প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন কাম ফর রোড চাইল্ডের সহ-সভাপতি এস এম সজল, সাধারণ সম্পাদক হাসান আল সাহাব, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক রাজিবুল আলম নাহিয়ান প্রমুখ।  

ঈদের আগে পোশাক পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বাঁধভাঙা হাসি ও উল্লাস করতে দেখা যায়।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।