ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকাল থেকেই ‍যানজটের সৃষ্টি হয়। বিকেলে এ রিপোর্ট এ লেখা পর্যন্ত গাড়ির চাপ বাড়ছে।

টিআর এন্টারপ্রাইজের হেলপার রিপন, চৌধুরী এন্টারপ্রাইজের চালক রব্বানী ও ন্যাশনাল পরিবহনের চালক সিরাজুল বাংলানিউজকে বলেন, ৪/৫ মিনিট ধীরগতিতে চালিয়ে আসার পর আধঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেতুর দুই পাড়েই তীব্র যানজটের ফলে গন্তব্যে পৌ‍ঁছাতে তাদের নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ ক্রমাগত বাড়ছে। এ কারণে মহাসড়কে যানবাহনের চাপও বাড়ছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।